বিএনপি নেতা হারুন অর রশীদ মোল্লার পিতার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপির শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিএনপি’র অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম. হারুন অর রশীদ মোল্লার পিতা আবু বকর মোল্লা গত শুক্রবার রাত সাড়ে ১০টার সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাযা শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের সময় তার নিজ গ্রামের বাড়ী দামোদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় শরীক হয়ে কালীগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আইনাল হাসান, সাবেক চেয়ারম্যান ডাঃ নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মিলন, পৌর যুবদলের সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক শাহাজান আলী খোকন, সুন্দরপুর-দূর্গাপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইলিয়াস রহমান মিঠু সহ এলাকার গন্যমান্য ও সাধারণ জনগন মরহুমের জানাযায় শরীক হন। জানাযায় ইমামতি করেন, মাওলানা ওলিউর রহমান।
No comments