ঝিনাইদহে ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ঝিনাইদহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনেদা থিয়েটার ও ভোর হলো সংগঠন।
ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ খন্দোকার হাফিজ ফারুক, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, কলকাতার আবৃতি শিল্পী অনিন্দিতা বসু। অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেয় কয়েক’শ শিক্ষার্থী। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments

Powered by Blogger.