কালীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার :
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনতে ঝিনাইদহের কালীগঞ্জে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নিয়ামতপুর ঘোষনগর স্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয়। বুধবার সকালে খেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সূর্বণা রাণী সাহা। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদ-৪ আসনে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কারীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতার সার্বিক পরিচালনায় দিনব্যাপী আয়োজিত বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল, কলাগাছে উঠা, হাড়ি ভাঙ্গা, প্রতিবন্ধিদের দৌড়, সাংবাদিকদের বেলুন ফুটানো, মহিলাদের চেয়ার সেটিং ও বালিশ বদল। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে এমপি আনারের হাত থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কোলার কাজী ইমদাদ, ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক মনোরন্জন ঘোষ এবং কেচো কম্পোষ্ট সার উৎপাদনের বিশেষ অবদান রাখাই হেলাল উদ্দীনকে সম্মমনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্টানের স্পন্সর ছিলেন মাই ওয়ান ও মাই চয়েছ কালীগঞ্জ শোরুম । দিনব্যাপী অনুষ্টিত এ অনুষ্টানে কালীগঞ্জের কলম সৈনিক, স্থানীয় সুধীজন সহ এলাকার সব বয়ষী ছেলে মেয়ে নারী পুরুষের সমাগম ঘটে।

No comments

Powered by Blogger.