ঝিনাইদহে বিশ্ব যক্ষা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-
‘এখন সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার' এই প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে সিজিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে স্বাস্থ্যবিভাগ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, জেলা নাটাবের সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান, ব্রাকের জেলা ব্যবস্থাপক সোহেল ইসলাম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: গুলশান আরা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় বক্তারা বলেন, শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের একার পক্ষে যক্ষা নির্মুল করা সম্ভব না। তাই সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

No comments

Powered by Blogger.