ঝিনাইদহ বিআরটিএ অফিসে ৩ মাসে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব আদায়

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ বিআরটিএ অফিসে চলতি বছরের ৩ মাসে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।
বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক বিলাস সরকার জানান, মোটর যান রেজিষ্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে এ রাজস্ব আদায় হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৩১ মার্চ পর্যন্ত এ খাতগুলো থেকে ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার ৭ টার রাজস্ব আদায় হয়েছে।
তিনি আরও জানান, ২০১৭ সালের ২০ এপ্রিল ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। ২০১৭ সালে ৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৫’শ ৪২ টাকা ও ২০১৮ সালে ৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৯’শ ৭০ টাকার রাজস্ব আদায় হয়েছে। গত ৩ বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমান রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলো তা সম্ভব হয়নি।
এছাড়াও ঝিনাইদহ বিআরটিএ’র পক্ষ থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করণে জেলার ৬ টি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৪৫ হাজার সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ ওই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.