শৈলকুপায় শিক্ষকের অপসারণ, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদ্যালয়ের অর্থ আতœসাৎ, শিক্ষক-শিক্ষার্থীদের উপর নির্যাতন ও তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করা হয়েছে। পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। বুধবার সকালে বিদ্যালয় চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, শৈলকুপার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার দীর্ঘদিন ধরে বিদ্যালয়র অর্থ আতœসাৎ, শিক্ষক-শিক্ষার্থীদের উপর নানা ধরনের নির্যাতন করে আসছে। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। তাই তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.