ঝিনাইদহে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নার্সিং ইনষ্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জনের ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা বিএম’র সাধারন সম্পাদক ডাঃ দুলাল কৃষ্ণ চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলী, ডাঃ মোকাররম হোসেন, ডাঃ রেজা সেকেন্দার, জেলা ক্রীড়া সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্টানটি পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।
এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

No comments

Powered by Blogger.