ইবিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা

তরিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের "ল'এন্ড ম্যানেজম্যান্ট বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ইং পালন করা হয়েছে৷ আজ রবিবার সকালে মীর মোশাররফ হোসেন ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷এ সময় ব্যানারে লেখা তাদের প্রতিপাদ্য ছিল " বিনামূল্যে লিগাল এইডে আইনি সহায়তা দান, বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান"৷
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মেহেদী হাসান , বনানী আফরিন ও ছাত্রছাত্রীবৃন্দ৷তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মীর মোশাররফ ভবনের সামনে শেষ করেন৷
দিবসটির তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. সেলিম তোহা স্যার বলেন, লিগ্যাল এইড রাষ্ট্রের সুবিধাবন্ঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে৷এটিকে প্রাতিষ্ঠানিক করার জন্য সমাজের সব শ্রেণীপেশার মানুষের সচেতন হতে হবে৷
তিনি আরও বলেন, ল' এন্ড ম্যানেজম্যান্ট বিভাগের এই ব্যতিক্রমী আয়োজন গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে৷

No comments

Powered by Blogger.