বিভিন্ন কর্মকা-ের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করলেন কালীগঞ্জের ইউএনও সুর্বণা রানী

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুর্বণা রানী সাহা বিভিন্ন কর্মকা-ের মধ্যে দিয়ে বুধবার ব্যস্ত সময় পার করেছেন। তিনি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বারবাজারে একটি মুরগির খামার, একটি গরুর খামার পরিদর্শন করেন। এছাড়া একটি বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করেন। এ সময় বায়োগ্যাস প্লান্ট স্থাপনকারী ৪ যুবক জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দীন, কৃষ্ণ গোপাল ও অপর এক ব্যক্তির প্রত্যককে ৫ হাজার টাকা করে সাবসিডি প্রদান করেন।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গরু মোটা তাজাকরণ প্রকল্পের আওতায় ৪ যুবককে ৩ লাখ ৩২ হাজার টাকার চেক প্রদান করেন।

No comments

Powered by Blogger.