কালীগঞ্জে সাহিত্য পরিষদের উদ্যোগে কমিটি গঠন ও অালোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোটারঃঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখা গঠন উপলক্ষে গতকাল ১৪মে সকাল ১০ ঘটিকার সময় এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক এম এন শাহ জালাল, সাধারান সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, বাংলা একাডেমীর সদস্য অধ্যাপক আব্বাস উদ্দীন, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলহাজ্জ্ব শহিদুল ইসলাম, কমরেড আব্দুস সালাম, কবি ও লেখক আল জিন্নাত ফেরদৌস,অধ্যাপক নাসরীন নবি, অধ্যাপক আশাদুল ইসলাম আশা, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক ইকরামুল হক তুষার,সাংবাদিক আনিচুর রহমান মিঠু মালিতা,
কালীগঞ্জ নজরূল সাহিত্য পরিষদের সভাপতি ও নজরূল বিষয়ক লেখক ইকবাল হোসাইন,সম্পাদক সাঈদ হাসান কানন,সাংবাদিক হরেণন্দ্রনাথ সূত্রধর,সাংস্কৃতিক কর্মী দিলরূবা ইয়াসমিন জলি,রূনা পারভীন,লেখক ও গবেষক শামসুর রহমান জুয়েল, স্টুডেন্ট এ্যাসোসিয়েশন সদস্য তোহিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলামসহ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সদস্যদের নিয়ে ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়।
সুর্বণা রানী সাহা উপজেলা নির্বাহী কর্মকতা সভাপতি, অধ্যাপক নাসরীন নবী সহ-সভাপতি, আলহাজ্জ্ব শহিদুল ইসলাম সহ-সভাপতি, কবি জিন্নাত আল ফেরদৌস সহ-সভাপতি, লেখক ইকবাল হোসাইন সাধারন সম্পাদক,অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ সাধারন সম্পাদক,দিলরুবা ইয়াসমিন জলি সহ সাধারন সম্পাদক, আনিচুর রহমান মিঠু মালিতা সাংগঠনিক সম্পাদক, সাঈদ হাসান কানন কোষাধ্যক্ষ, সাংবাদিক হরেণন্দ্রনাথ সূত্রধর প্রচার সম্পাদক,জেসমিন সুলতানা দপ্তর সম্পাদক এবং অধ্যাপক আশরাফুল ইসলাম অাশা, কমরেড আব্দুস সালাম, শামসুর রহমান ছনু,আক্তার হোসেন দোলা, তোহিদুল ইসলামকে কার্যকরি সদস্য মনোনীত করা হয়।পরে অালোচনার ভিত্তিতে লেখক ও গবেষক শামসুল ইসলাম জুয়েল, সিরাজুল ইসলাম,অধ্যাপক ইকরামুল ইসলাম তুষারকে উপদেষ্টা পরিষদের সদস্য ং করা হয়।সভাপতির বক্তব্যে সুর্বণা রানী সাহা একটি আলোকিত সমাজ বিনিমার্ণে কবি,লেখক,সাহিত্যিকদের এগিয়ে আসার আহব্বান জানান।

No comments

Powered by Blogger.