ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা হাফেজ শামসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ শামসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়েছে। রোববার বাদ যোহর আরাপপুর নিউ একাডেমী মাঠে গার্ড অব অনার শেষে জানাযা করা হয়। এরপর আরাপপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ। তার নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন।
হাফেজ শামসুর রহমান শনিবার রাত ১২ টার দিকে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় থেকে আবু বক্কর ঝিনাইদহ ক্যাডেট কলেজে ও মেজ ছেলে নুরুল্লাহ পাবনা ক্যাডেট কলেজে কর্মরত আছেন। তার তার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

No comments

Powered by Blogger.