কালীগঞ্জে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে ১৭ উপকারভোগী পেল ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ চেক

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর ১৭ জন উপকারভোগীদের মধ্যে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেছে। হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্কি ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১৭ জন উপকারভোগীদের হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসা, কৃষি উন্নয়ন ও মৎস্য চাষ করার জন্য প্রত্যক উপকারভোগীকে ৫৪১১৭ টাকা মোট ৯ লাখ ২০ হাজার যুব ঋণের চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজীম আনার উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন।

No comments

Powered by Blogger.