ইবি উপাচার্য ড. রশিদ আসকারীর চীন এ আন্তর্জাতিক সম্মেলনে যোগদান

তরিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ 
গতকাল ১৫মে, ২০১৯ইং (বুধবার) চীনের রাজধানী বেইজিং এর বেইজিং ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত "এশিয়ান সভ্যতাগুলোর মধ্যে পারস্পারিক শিক্ষা এবং মানবজাতির জন্য একটি যৌথ ও সমন্বিত ভবিষ্যতের এক নতুন সম্প্রদায় নির্মাণ " শীর্ষক আন্তর্জাতিক ফোরামে যোগদান করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন -অর - রশীদ আসকারী ৷
আন্তর্জাতিক এই সম্মেলনে যোগদানের লক্ষ্যে গত ১৩মে,২০১৯ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন এবং চীনের রাজধানী বেইজিং এ আন্তর্জাতিক ফোরামে যোগদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন৷বাংলাদেশ হতে দুইজন ব্যক্তির মধ্যে অন্যতম ড. রশীদ আসকারী এই কনফারেন্স এ সংলাপ করেন৷
চীনের রাজধানী বেইজিং এ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্বোডিয়ান রাজা নরোদম শিয়ামনি, গ্রীক রাষ্ট্র প্রধান প্রোকপিক পাভলোপৌলস, সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেন, আমেরিকান প্রধানমন্ত্রী পাসিনিয়াস এবং ইউনেসকো - মহাপরিচালক অড্রে আজুলেই ৷বিশ্বের ৪৭টি দেশের ৫০০ জন অংশগ্রহণকারীরা মানবজাতির জন্য একটি টেকসই সম্প্রদায় নির্মানের লক্ষ্যে পাঁচটি বিষয়ের উপর আলোকপাত করেন ৷
জানা গেছে, ইবি উপাচার্য ড. রশীদ আসকারী চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন৷ আগামী ১৯মে,২০১৯ ইং তিনি দেশে ফিরবেন ৷

No comments

Powered by Blogger.