ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি-
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের সাথে ওরিয়েনটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, আগামী ২২ জুন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস বয়সী এক লাখ ৯৬ হাজার ৬’শ ৫১ জন শিশুকে ভিটামির এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা এলকায় ১৮’শ ৭১টি কেন্দ্র খোলা হবে। এ কাজে ৩ হাজার ৭’শ ৪২ জন স্বেচ্ছাসেবি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪’শ ৯৪ জন মাঠকর্মী সহায়তা করবেন। কর্মশালায় সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, মিজানুর রহমান, মাহমুদ হাসান টিপু, শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জ ন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

No comments

Powered by Blogger.