ঝিনাইদহে কসাসের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
‘সুবিধা বঞ্চিতদের মুখে নির্মল হাসি, চলো ঈদ আনন্দ করি ভাগাভাগি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। রোববার দুপুরে সরকারি কেসি কলেজে কসাসের কার্যালয়ে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি উম্মে সায়মা জয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, কলেজ উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশীদ, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৫৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও থ্রী-পিচ বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.