কালীগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামি আট
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে আটক করেছে। । শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার হেলাই গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, হেলাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শেখ ইব্রাহিম, মোফাজ্জেল হোসেনের ছেলে জান্নাতুল ইসলাম ওরফে তুহিন, মৃত মহির উদ্দীনের ছেলে মোফাজ্জেল হোসেন ও একলাচুর রহমান।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, আসামিরা মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

No comments