ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা, নিজেদেরকে জনগণের সেবক এই মনোভাব নিয়ে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
No comments