এবি প্রতিবন্ধী বিদ্যালয়ের হতদরিদ্র গর্ভবর্তী অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের ঔষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ।

শাহ আলম :
মোঃ আনোয়ারুল আজীম ও আলহাজ বদর উদ্দীন বিশেষ চাহিদা সম্পূন্ন (অটিষ্টিক/প্রতিবন্ধী) বিদ্যালয়ের হতদরিদ্র, গর্ভবতী অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ঔষুধ ও অধিক পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় কার্ড মহিলা সমিতি ও চ্যালেঞ্জার মানব উন্নয়ন সংস্থার যৌথ আয়োজরে এবং স্বাস্থ সেবা, পুষ্টি ও জনসংখ্যা প্রকল্পের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত মোঃ আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দীন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত বিদ্যালয়ের ২০০ ছাত্র-ছাত্রী ৫০টি গর্ভবতী মা ও ১০০ হতদরিদ্র অভিভাবাকদের মাঝে বিভিন্ন ধরণের ভিটামিন, আয়রন, সিরাপ/ট্যাবলেট ও খাবার সেলাইন সহ বিভিন্ন ধরণের ঔষধ এবং অধিক পুষ্টি সমৃদ্ধ রান্না খাবার বিতরণ করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য অলহাজ্ব বদরউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। প্রধান অলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ হুসাইন সাফায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, কার্ড মহিলা সমিতির সভানেত্রী ও একধিকবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কার প্রাপ্ত মর্জিনা বেগম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ্ব এম. এ কাদের, বিশিষ্ট সমাজসেবক অব্দুল মতিন পাতা মিয়া ও থানা ছাত্র লীগের আহবায়ক সংবাদিক মিঠু মালিতা, সভাপরিচালনা করেন মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ।






No comments

Powered by Blogger.