সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের মৃত্যুর মিছিল রোধে ব্যাতিক্রমী অভিযান চালিয়েছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ।
ঈদের পরের দিন থেকে শহরের বাস টার্মিনালে এ অভিযান চালাচ্ছেন তারা। সোমবার সকালে টার্মিনালে গিয়ে দেখা যায়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া থেকে ঢাকাসহ দুরপাল্লার যানবাহনের চালকদের ড্রাইভিং লাইনেন্স পরীক্ষা করা হচ্ছে। যে চালক গাড়ি চালাচ্ছেন তাৎক্ষনিক তার লাইসেন্স না দেখাতে পারলে গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। বৈধ চালক আসার পর গাড়ি ছাড়া হচ্ছে।
ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের অনেক সময় অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো হয়। এছাড়াও যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ফিটনেসবিহীন গাড়ি চালানো হয়। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। দুর্ঘটনা রোধে চালকদের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যেসকল চালক লাইসেন্স দেখাতে পারছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও সেই সাথে দক্ষ ও লাইসেন্স প্রাপ্ত চালক দিয়ে সেই গাড়ি পাঠানো হচ্ছে। এছাড়াও মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটি, আলমসাধুসহ অবৈধ যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।

No comments

Powered by Blogger.