ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

স্টাফ রিপোটার -
ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি ফামের্সিকে বেশি দামে ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন ম-ল।
ভ্রাম্যমান আদালতের বিচারক সুচন্দন ম-ল জানান, ১৩০ টাকা দামের ওষুধ ১৮০ টাকায় বিক্রি করার অপরাধে শেখ ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অপরাধে মেসার্স কে এম ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ ২টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় স্থানীয় থানা পুলিশের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.