‘সচেতন হই, জীবন বাঁচাই’ ইবি ছাত্রমৈত্রী

বিপ্লব খন্দকার, ইবি-
ডেঙ্গু থেকে বাঁচতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে শাখা ছাত্র মৈত্রী। সোমবার বেলা সাড়ে ১২টায় দলীয় টেন্ট থেকে এই কার্যক্রম শুরু করে তারা।
সচেতন হই; জীবন বাঁচাই’ এই শ্লোগানে সচেতনমূলক লিফলেট বিতরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্ত্বরে এ লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এসময় শাখা সহ-সভাপতি আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেন আজাদ, শেখ রাসেল হলের সভাপতি আশিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিফলেটে ডেঙ্গুর সাধারণ লক্ষণসমূহ ও আক্রান্ত হওয়ার পর করণীয় বিষয়সমূহ তুলে ধরেন তারা।
এ বিষয়ে শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, বিশ^বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতন হতে পারে সেইজন্যই আমাদের এই কার্যক্রম। তাছাড়া শুধু প্রত্যেকটা শিক্ষার্থীই নয় তাদের পরিবারের পর্যন্তও যেন ডেঙ্গুর ভয়াবহতা ও করণীয় এর বার্তা পৌছাতে পারি সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই লিফলেটের বিতরণ।






No comments

Powered by Blogger.