কালীগঞ্জে অবৈধ কারেন্ট জাল রাখায় ব্যবসায়ীর জরিমানা

স্টফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে অবৈধ কারেন্ট জাল রাখায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ওই ব্যবসায়ীর নাম উজির আলী। শনিবার দুপুরে শহরের পুরাতন হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের জন্য শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় উজির আলী নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা ও পুলিশের এসআই মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.