টাকার অভাবে স্বপ্নপুরণ হচ্ছেনা মেধাবী ছাত্র খালেদুরের

ঝিনাইদহ প্রতিনিধি-
টাকার অভাবে স্বপ্নপুরন হচ্ছে ঝিনাইদহের মেধাবী ছাত্র খালেদুর রহমানের। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে এবারের এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছেন। এর আগেও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। বর্তমানে টাকার অভাবে তার স্বপ্ন ডাক্তার হওয়া পুরন হচ্ছে না।
খালেদুর রহমানের পিতা খাইরুল ইসলাম জানান, তিনি নন এমপিও ভুক্ত একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এতদিন ছেলের লেখাপড়া করিয়েছেন। এবছর তার ছেলে খালেদুর সরকারি কেসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছে। সে একজন চিকিৎসক হতে চান। কিন্তু টাকার অভাবে মেডিকেল কোচিং করাতে পারছেন না।
খাইরুল ইসলাম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লেখাপড়ার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। তার ডাচ বাংলা ব্যাংক ঝিনাইদহ শাখার হিসাব নং-২২৮১০৭২৫৯৭, ব্যক্তিগত বিকাশ নং-০১৭২২-৯৫৩৭৭১।

No comments

Powered by Blogger.