ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
মানবতার জয়গানে স্বপ্ন আঁকি সকল প্রাণে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫০ জনসুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন ‘আশ্রয়’ নামের একটি সমাজ কল্যাণ সংগঠন।
‘আশ্রয়’ এর সভাপতি শুভ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, নিশচা জেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মনোয়ারুল হক লাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। এছাড়াও অনুষ্ঠানে সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য সুরাইয়া পারভীন মলি, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এর জুনিয়র ইনসটেক্টর জনাব পবিত্র কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ৫০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স খাতা ও কলম বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.