ডেঙ্গু থেকে নিজ গ্রামকে রক্ষায় নানা কর্মসুচি চাপালী পাবলিক লাইব্রেরির

স্টাফ রিপোোর্টার-
“ডেঙ্গু নিয়ে আতংক নয়, সচেতনতার মাধ্যমে প্রতিরোধ কর” এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী পাবলিক লাইব্রেরির কিশোররা শুক্রবার রাস্তায় নেমেছিল। তারা নিজ গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে সচেতন করতে নানা কর্মকান্ড পরিচালনা করেন। এছাড়া তারা র‌্যালী নিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন এবং বাড়ির আঙ্গিনা পরিষ্কার করার কাজ করেন।
শুক্রবার দুপুরে শুরু হয় তাদের এই কার্যক্রম, চলে সন্ধ্যা পর্যন্ত। লাইব্রেরির একঝাঁক কিশোর নিজেদের গ্রামকে ডেঙ্গু মুক্ত রাখতে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। লাইব্রেরি অফিসের সামনে থেকে তাদের এই র‌্যালী শুরু হয়। গ্রাম ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন ইফতেখার-উল ইসলাম বিপুল, ইমরান হোসেন লিটন, মেহেদী হাসান মাসুদ, আসিফ হোসেন প্রমূখ।
র‌্যালী শেষে তারা গ্রামের নানা স্থান পরিষ্কার করা ও ডেঙ্গু প্রতিরোধে ঔষধ স্প্রে করেন। এ সময় গ্রামের মানুষও তাদের নানা ভাবে সহযোগিতা করেন।

No comments

Powered by Blogger.