ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিবাহ, বরকে ১ বছরের কারাদন্ড

চিত্রা নিউজ ডেস্ক-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে বাল্য বিয়ে করার অপরাধে বর হাসান হাবিব (২৪) কে এক বছরের সাঁজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।সাঁজাপ্রাপ্ত হাসান হাবিব উপজেলার বাদেডিহি গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে।কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন সোমবার দুপুরে এ আদেশ দেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন বলেন, উপজেলার গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে সোমবার কোর্টের মাধ্যমে বিবাহ দেওয়া হয়। বর্তমানে মেয়েটির বয়স ১৬ বছরও পূর্ণ হয়নি। এরপর বর শশুর বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বরকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। বাল্য বিবাহ রোধে কালীগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

No comments

Powered by Blogger.