কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিশিল ঝিনাইদহের কালীগঞ্জে


বাবুল আক্তার -
কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিশিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপলেজা ইসলামী ঐক্য আন্দোলন। শনিবার বিকালে শহরের মেইন বাসষ্টান্ড জামে মসজিদের সামনে থেকে মিশিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিশিল পূর্বক এক সমাবেশ অনুষ্টিত হয়। কালীগঞ্জ উপজেলা ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সজলিসে আমলের সদস্য জেলা শাখার সাধারণ সম্পাদক ম্ওলানা মাহফুজুর রহমান, এ্যড: শহীদুল ইসলাম , মাওলনা ইউনুস আলী, মাওলানা মাসুম বিল্লাহ, ক্বারী তাজুল ইসলাম, তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় প্রধান সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ, মাওলানা খালিদ সাইফুল্লাহ, হাফেজ মাসুম বিল্লাহ প্রমূখ।
বক্তরা বলেন, কাশ্মীরে আজ মুসলমানের উপর নির্মম নির্যাতন চলছে। প্রায় ৭০ বছর ধরে কাশ্মীরে মুসলমানদের নির্বিচারে হত্যা কর হচ্ছে। ৯০ হাজার মুসলিমকে শহীদ করা হয়েছে। প্রায় ১০ হাজার মা বোনদের ধর্ষন করা হয়েছে। এছাড়াও বর্তমানে ইন্টারনেটসহ সকল যোগাযোগ বিছিন্ন করা হয়েছে। খাবার সরবারাহ বন্ধ করা হয়েছে এবং তাদের অনেকে গ্রেফতার ও গৃহবন্ধী করে রাখা হয়েছে। এহেন পরিস্থিতে জাতিসংঘ ওআইসিসহ বিশ্বের সকল মুসলিম দেশকে কাশ্মীরের স্বাধীনতার জন্য তাদের পাশে দাড়ানোর আহবান জানান বক্তরা।

No comments

Powered by Blogger.