কালীগঞ্জে মশার বিস্তার রোধে স্প্রে করাসহ জনসচেতনতা সৃষ্টি

এম,শাহজাহান আলী সাজু -
ঝিনাইদহের কালীগঞ্জে মশার বিস্তার রোধে মশা নিধন ঔষধ স্প্র্রে করাসহ জনসচেতনতা সৃষ্টির জন্য র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় উপজেলা র্নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা এ কর্মসূচির উদ্বোধন করে।
কর্মসূচিতে পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষা প্রতিষ্টানে শিক্ষক/শিক্ষার্থী ছাড়াও পরিছন্ন কর্মীরা অংশগ্রহন করেন।
বাসষ্টান্ড এলাকার কর্মসুচি থেকে অংশগ্রহন কারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন অলি-গলি ও মহল্লায় জনসচেতনতা সৃষ্টি, মশা নিধনে স্প্রে করাসহ পরিছন্ন কার্য়ক্রম পরিচালনা করেন। এসময় সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের নেতৃত্বে বাজার ও কলেজ রোডসহ কলেজ পাড়া এলাকায় মশা নিধনের স্প্রে কারসহ পরিছন্ন কার্য়ক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রভাত ব্যানার্জীসহ স্থানীয় সুধীজন।

No comments

Powered by Blogger.