মহেশপুরে পূত্রবধুর ধাক্কায় শ্বশুরের মৃত্যু


 স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূত্রবধুর ধাক্কায় আব্দুল আজিজ(৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । রোববার রাত ১২টার দিকে খড়ি-মান্দারতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। সোমবার সকালে পলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
নিহত আব্দুল আজিজ ওই গ্রামের মজি মোল্লার ছেলে ।
মহেশপুর থানার ওসি রাসেদুল আলম জানান, আব্দুল আজিজের সঙ্গে পূত্রবধু আখিঁ বেগমের প্রায় ঝগড়া –বিবাদ লেগে থাকতো । রোববার রাতেও তাদের মধ্যে কথাকাটা কাটি হয়। এক পর্যায় আখিঁ বেগব আব্দুল আজিজকে সজরে ধাক্কা দেয়। এতে আব্দুল আজিজ হত বিহবল হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরে মারা যান।
খবর পেয়ে সকালে বৃদ্ধের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

No comments

Powered by Blogger.