ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
‘যৌন আক্রমন আর না’ এ শ্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের শের-এ বাংলা সড়কের পৌর গোরস্থানের সামনে এ কর্মসূচী পালিত হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সুরাইয়া পারভীন মলি, এইড’র প্রতিনিধি আশরাফুন্নাহার আশা, নাট্যকর্মী রুবেল পারভেজ, প্রাক্তণ শিক্ষক নুরুন্নাহার কুসুম প্রমুখ।
এসময় বক্তারা, ধর্ষণ, যৌন নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.