তৃতীয় বর্ষে পদার্পণ ইবির ট্যুরিজম বিভাগ

বিপ্লব খন্দকার, ইবি-
প্রতিষ্ঠার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। বিভাগের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার দুপুর ৩টায় ব্যবস্যায় প্রশাসন অনুষদে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু বিভাগটির। বুধবার বিভাগের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবস্যায় প্রশাসন অনুষদের সামনে কেক কাটে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচানা করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, প্রভাষক রফিকুল ইসলাম রাকিব, শরিফুল ইসলাম জুয়েল, ইয়াসমিন আক্তার। এসময় বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভগের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ট্যুরিজম বিভাগ নতুন বিভাগ হলেও এর গত দুই বছরে এর অর্জন ঈর্ষনীয়। বিশ^বিদ্যালয়ের প্রত্যেকটি কর্মসূচীতে অংশগ্রহণ সহ আমরা বিভিন্ন সভা সেমিনারের অয়োজন করে যাচ্ছি। বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীর সহযোগীতায় ট্যুরিজম বিভাগকে আমরা বিশ^বিদ্যালয়ের মডেল বিভাগ হিসেবে গড়ে তুলব।’

No comments

Powered by Blogger.