আন্তর্জাতিক সম্মেলনে ‘ড্যাভো’ যোগ দিচ্ছেন ইবির শিক্ষক ড. ইকবাল

বিপ্লব খন্দকার, ইবি-
আন্তর্যাতিক গবেষনামূলক সংগঠন ‘জার্মান মিডল ইস্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন’ (ডিএভিও) এর ২৬ তম সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ইসলামী বিশ^বিদ্যারয়ের (ইবি) অধ্যাপক ড. ইকবাল হোসাইন। আগামী ৩-৫ অক্টোবর জার্মানের হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জানা যায়, বর্তমান বিশ্বে সমসাময়ীক সমস্যা ও সমস্যা সমাধানের লক্ষে কাজ করে ‘ডিএভিও’। আগামী ৩-৫ অক্টোবর জার্মানের হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির ২৬ তম মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ড. ইকবাল ‘সহিংস উগ্রবাদ প্রচারের ক্ষেত্রে প্রান্তিক চিন্তাভাবনার ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপন্থাপন করবেন।
এবিষয়ে ড. ইকবাল বলেন, ‘সমাজের প্রতেক মানুষ ধর্মের সাথে সম্পৃক্ত। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা, নিজ ধর্মকে নিজের জাতির ভিতরে প্রতিষ্ঠিত না করে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। যার ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসকল সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহল কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই এসকল সমস্যা সমাধান করে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে ড্যাভো।’

No comments

Powered by Blogger.