দীর্ঘ ১০ বছর পর শৈলকুপা উপজেলা বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
দ্বিধা দ্বন্দ ভুলে আবারো এক হলো শৈলকুপা উপজেলা বিএনপি। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো শৈলকুপা উপজেলা বিএনপির যৌথকর্মী সভা। শুক্রবার সকালে জেলা শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য আবুল হোসেন, নজরুল ইসলাম জোয়ার্দ্দার, হুমায়ন বাবর ফিরোজ, মিজানুর রহমান বাবুল, উসমান আলী, বারী মোল্লা, মনিরুল ইসলাম হিটু, মোস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী চুন্নু, শৈলকুপা যুবদল নেতা বাবলুর রহমান, রবিউল ইসলাম, তোজাম আহম্মেদ, আজিজুল ইসলাম, কামাল হোসেন, উজ্জল হোসেন, টিটো আহম্মেদ, ছাত্রদল নেতা ইমদাদুল ইসলাম আকুল, সাদাদ আহম্মেদ, আবুল খায়ের, বাবলুর রহমান, রাজু আহম্মেদ, কাকন, মাহবুবুর রহমান, লিমন হোসেন, আলামিন হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান বলেন, রাতে আওয়ামী লীগ দিনে বিএনপি করবেন এমন কোন নেতাকে আমরা দলে দেখতে চায় না। আমরা শৈলকুপা উপজেলা বিএনপি সকল গ্রুপিং ভুলে একত্রিত হয়েছি। যারা দলের সাংগঠনিক নিয়মনীতি না মেনে এখনও দলের সাথে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলে থেকে দলের সাথে বিশ্বাসঘাতকতাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন,  আমরা নেতাকর্মীদের নিয়ে শান্তিপুর্ণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।

No comments

Powered by Blogger.