ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অনূর্ধ-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের করা হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, শিক্ষক নেতা মহিউদ্দিন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, পারভেজ মাসুদ লিল্টন, খুরশীদ আলম, নজরুল ইসলামসহশিক্ষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
নক আউট ভিত্তিতে বুধবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এতে সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের বালক ও বালিকা মিলিয়ে মোট ৩৪ দল অংশগ্রহণ করবে।
ছেলেদের উদ্বোধনী খোলায় অংশ নেয় সাধুহাটি ইউনিয়ন একাদশ বনাম সুরাট ইউনিয়ন একাদশ। অপরদিকে মেয়েদের খোলায় অংশ নেয় মহারাজপুর ইউনিয়ন একাদশ বনাম কালীচরনপুর ইউনিয়ন একাদশ।

No comments

Powered by Blogger.