ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত!

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে সাইড দিতে গিয়ে বেপরোয়া গতির গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি মোটর গ্যারেজে আঘাত করেছে। এ সময় গ্যারেজে শ্রমিক ও বাসের চালকসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বৈশাখী তেল পাম্পের মোড়ে। আহতদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাসচালক গঞ্জের আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী তরুন মিয়া ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ শহরের বৈশাখী তেল পাম্পের মোড়ে সড়কের পাশে একটি ট্রাক দাড়ানো ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির গড়াই পরিবহনের (রাজ মেট্রো-ব-১১-০০৩৮) রাসেল নামে একটি বাস ট্রাকটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি)মোটর গ্যারেজে সজোরে ধাক্কা দেয়। এ সময় গ্যারেজ শ্রমিক কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মানিকুর রহমান (২৭) বাসচালক জেলার সদর উপজেলার কোলা গ্রামের তাজ মন্ডলের ছেলে গঞ্জের আলী (৪৩) সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সড়কের গড়াই পরিবহনের সকল বাসই বেপরোয়া গতিতে চলাচল করে। যে কারনে প্রায়ই ঘটে দূর্ঘটনা।

No comments

Powered by Blogger.