ইবিতে বাংলা বিভাগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সর্বোচ্চ ফলাফলধারী কৃতি শিক্ষার্থীদের হাবিব আর রহমান ও সাহেদা খানম-সারওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০৩ নং কক্ষে শিক্ষবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভাগের ¯œাতক সম্মান চতুর্থ বর্ষের সর্বোচ্চ ফলধারী ২ শিক্ষার্থীকে হাবিব আর রহমান রহমান শিক্ষাবান্ধব বৃত্তি প্রদান করা হয়। এছাড়া সকল সেশনের সর্বেচ্চ ফলধারী শিক্ষার্থীদের সাহেদা খানম-সারওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা। এসময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, বিভাগের শিক্ষক প্রফেসর ড. হাবিব আর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. রশিদুজ্জামান।

No comments

Powered by Blogger.