শৈলকুপায় কবি গোলাম মোস্তফার ৫৫তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহে কবি গোলাম মোস্তফার ৫৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে শোক র‌্যালী বের করে কে,জি,এম ব্লাড ব্যাংক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” শ্লোগানে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক (কে,জি,এম)’র নেতৃবৃন্দ ও সদস্যগণ র‌্যালীতে অংশ নেয়। ফুলহরি ইউপি চেয়ারম্যান ও কে,জি,এম ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা জামিনুর রহমান বিপুলের নেতৃত্বে র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ মন্ডল, যুগ্ম আহবায়ক পারভেজ হোসেন ও সদস্য সচিব হোসাইন আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানুষ সব সম্পদ দিতে চাই কিন্তু দেহের রক্ত দিতে চায়না। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো, যাতে কোন মানুষ রক্তের অভাবে মৃত্যু বরণ না করে। স্বেচ্ছাসেবী এ সংগঠনের কার্যক্রম দেশব্যাপী প্রসারিত করতে সকলের সহযোগিতা কামনা করেন কে,জি,এম নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.