বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের দোর গোড়ায় সেবা পৌছে দিচ্ছে কালীগঞ্জে মাঠ দিবস কর্মসূচিতে-এমপি আনার

এম শাহজাহান আলী সাজু
বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের দোর গোড়ায় সেবা পৌছে দেবার জন্য নানামূখি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানও কৃষকদের সেবায় কাজ করে যাচ্ছে। যার ফলে এলাকার কৃষকরা অধিক সচেতন হয়েছে। নিয়ামতপুর ইউনিয়নসহ উপজেলা এলাকার কৃষকদের উৎপাদিত কেঁচো কম্পোষ্ট সার ও জৈব বালাইনাশক আজ মডেল হয়ে দাাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে এক মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার উপরোক্ত কথা বলেন।
উপজেলার সুন্দরপুর বাজারের পাশ্বে অনুষ্ঠিত মাঠ দিবস কর্মসূচিতে সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সভাপতিত্বে সভায় বিশেয় অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসার অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অতিরিক্ত সহকারী পরিচালক প্লান প্রটেকশন অফিসার বিজয় কৃষ্ণ হালদার, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল করিম, সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার ইমদাদুল হক, সাংবাদিক শাহাজাহান আলী সাজু, কৃষক সাখাওয়াত হোসেন, আফজাল হোসেন, মমিনুর রহমান, আব্দুল মজিদ ও মোস্তাফিজুর রহমান প্রমূখ। জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন এলাকার দেড় শতাধিক কৃষক মাঠ দিবস কর্মসূচিতে অংশগ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ।

No comments

Powered by Blogger.