কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নিশ্চিন্তপুর গ্রামে ডাকাতদল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে রাম দা, হাসুয়া, চাপাতি, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রফিকুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৫ টির অধিক মামলা রয়েছে। সে ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের।

No comments

Powered by Blogger.