কালীগঞ্জে মাটি পরীক্ষা বিষয়ক প্রি-ওয়ার্কশপ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে মাটি পরীক্ষা বিষয়ক প্রি-ওয়ার্কশপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সুন্দরপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট এর উদ্ধতনবৈঞ্জানিক কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি লিয়াকত আলী খান লিটন , কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান আলী সাজু, ইউপি সদস্য আমির হোসেন, রনি বিশ্বাস প্রমূখ। জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার সুন্দুরপুর-দূর্গাপুর ইউনিয়ন এলাকার দেড় শতাধিক কৃষক কর্মসূচিতে অংশগ্রহন করেন।

No comments

Powered by Blogger.