ঝিনাইদহে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের আয়োজনে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, সদর থানার ওসি মঈন উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার ১৩ টি সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করে লোকগীতিসহ নানা পরিবেশনা। শেষে পরিবেশিত গীতিনাট্য ‘গুনাই বিবি’। ছুটির দিনে মনোমুগ্ধকর এসব পরিবেশনা দেখতে অনুষ্ঠানস্থলে ভীড় করে শত শত মানুষ। শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এ উৎসব।

No comments

Powered by Blogger.