ঝিনাইদহে পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিবাদ কর্মসুচি পন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ। দেশব্যাপি গনতন্ত্র হত্যা দিবস পালনের অংশ হিসাবে জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সোমবার সকালে জেলা বিএনপি অফিসের সামনে নেতা কর্মীরা জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাঁধা দেয় পুলিশ। পরে সেখান থেকে দলটির কার্যালয়ের ভিতরে সমাবেশ করতে যায় নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশ শুরু করার সময় সেখানেও পুলিশ গিয়ে বাঁধা দেয়। সমাবেশ করতে না পেরে ফিরে নেতাকর্মীরা। কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস এম মশিয়ূর রহমান, ঝিনাইদহ জেলা বি এন পির সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ, বিএনপি নেতা মোঃ আক্তারুজ্জামান, মোঃ জাহিদুজ্জামান মনা, এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ), মোঃ আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.