ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নতুন সভাপতি হলেন ড. অশোক কুমার চক্রবর্তী

তরিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি হয়েছেন ড. অশোক কুমার চক্রবর্তী ৷ আজ বুধবার (১১ ডিসেম্বর) বিভাগের ৮ম সভাপতি হিসাবে আগামী তিন বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন৷ গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিভাগের সদ্য বিদায়ী সভাপতি ড. মোঃ আতিকুর রহমান এর মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি এ দায়িত্ব পান ৷
যশোর জেলার মনিরামপুর উপজেলার কৃতি সন্তান ড. অশোক কুমার চক্রবর্তী ১৯৮৩ সালে মনিরামপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক (এস.এস.সি) এবং ১৯৮৫ সালে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে আইএসসি (এইচ.এস.সি) পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে কৃতিত্বের সাথে ১৯৮৮ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৮৯ সালে এমএসসি ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হন ৷ তিনি দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয় হতে ২০১০ সালে "Nanoparticles Synthesis & Application to Photo Catalysis" এর উপর পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন ৷ তিনি ২০০০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি (বর্তমানে ফলিত রসায়ন ও কেমিকৌশল) বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন৷
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বের আওতায় প্রেস প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন ৷ এছাড়াও তিনি বিভিন্ন সময়ে খালেদা জিয়া হল, বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর অস্থায়ী প্রভোস্ট হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন ৷
সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি ড. অশোক বলেন, বিভাগের উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে দক্ষতার সাথে আমি দায়িত্ব পালন করব এবং বিভাগের যেকোন ত্রুটি দূর করতে সর্বদা তৎপর থাকব ৷ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহি এই বিভাগকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিভাগ হিসেবে বাস্তবায়ন করতে বিভাগের সকল শিক্ষক - শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে সহায়তা করতে আহবান জানাই৷"



No comments

Powered by Blogger.