ঝিনাইদহে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
“অনুকরণ নয়, উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগ সমূহের জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা শিশু একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, সাবেক উপধাক্ষ্য এনএম শাহজালাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ। বক্তারা, সরকারের নাগরিক সেবা আরও সহজতর করতে প্রতিটি দপ্তরে সেবা প্রদাণের নুতন নতুন উদ্ভাবন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী প্রদর্শনীতে জেলার ৬ টি উপজেলার বিভিন্ন দপ্তরের ১৮ টি স্টল স্থান পায়। যেখানে প্রদর্শণ করা হয় নানা ইনোভেশন মুলক কর্মকান্ড।

No comments

Powered by Blogger.