ইবির আইসিটি সেল ও ল্যাবরেটরির নতুন পরিচালক নিয়োগ


বিপ্লব খন্দকার, ইবি:
অধ্যাপক ড. আহসান উর আম্বিয়া
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) আইসিটি সেল ও কেন্দ্রীয় ল্যাবরেটরির নতুন পরিচালকের নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান উর আম্বিয়া। এছাড়া কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক দীপক কুমার পাল।
অধ্যাপক দীপক কুমার পাল

সোমবার (১৩ জানুয়ারী) ভিসি তাদের এ দায়িত্বে নিযুক্ত করেন। বিশ^বিদ্যালয় রেজিষ্ট্রারের কার্যালয়ের পৃথক পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এছাড়া কেন্দ্রীয় ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক হিসেবে ৩ জনকে নিযুক্ত করা হয়েছে। তারা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোনতাসির রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আল মোহিত ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ^াস।

উল্লেখ্য, তারা আগামী ১ বছর এ দায়িত্ব পালন করবেন। এছাড়া এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন।

No comments

Powered by Blogger.