ইবির আইন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. হালিমা খাতুন

বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের প্রফেসর ড. হালিমা খাতুন। সোমবার বেলা ১২টার দিকে আইন অনুষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বগ্রহণ করেন।
এই দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি সদ্য বিদায়ী ডিন ও আইন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের স্থলাভিষিক্ত হলেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নতুন ডিনকে অনুষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী ডিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা।
আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহার, আল- ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুর অহাব প্রমুখ।

No comments

Powered by Blogger.