কালীগঞ্জে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়

স্টাফ রপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়েল ফেয়ার এফোর্টস (উই) উপজেলা পরিষদের নতুন সম্মেলনে কক্ষে এ মতবিনিময় সভার আয়োজনে করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালেরকণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার, উই এনজিও’র নির্বাহী পরিচালক শরিফা বেগম, স্টেক হোল্ডার রীতা বিশ্বাস, আজিজা বেগম প্রমুখ।
সভায় বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়াসহ আইনের যথাযথ প্রয়োগের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

No comments

Powered by Blogger.