ঝিনাইদহে এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
তীব্র শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে ঝিনাইদহে। মৃদু শৈত্য প্রবাহে নাকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সামান্য উষ্ণতা দিতে ঝিনাইদহ এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের উদ্যোগে এতিম ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার রামনগর গ্রামের মাঝ পাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক জহির রায়হান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সমাজ সেবক হারুণ জোয়ার্দ্দার, তপু রায়হানসহ অন্যান্যরা। সেসময় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে এলাকার অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও হতদরিদ্র রংমিস্ত্রি গাছপ্রেমিক জহির রায়হান প্রতিরাতে এলাকার শীতার্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। এলাকার বৃদ্ধা অরুনা বালা জানান, জহির রায়হানের এমন উদ্যোগে আমরা খুবই খুশি।

No comments

Powered by Blogger.