কালীগঞ্জে অটিজম ও নিউরো বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত


এম,শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি)বিষয়ক দিন ব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোঁটচাদপুর সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল রহমান ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সুধন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা ঃ তাসলিমা বেগম, সহ-কারী শিক্ষা অফিসার অসোক কুমার সরকার, একাডেমি সুপার ভাইজার আব্দুল আলীম, প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষিকা আজমিরা বেগম ও মোস্তাক আহম্মেদ বাবলু প্রমূখ। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিক,শিক্ষক ও ধর্ম প্রতিষ্টানের প্রধানগণ অংশ গ্রহন করেন।






No comments

Powered by Blogger.