ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি সংগঠনের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাদ্যক্ষ এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবী জানান। সেই সাখে বিক্রেতাদের স্বাস্থ্য সম্মত উপায়ে খাবার বিক্রি করার পরামর্শ প্রদাণ করা হয়।

No comments

Powered by Blogger.